গৃহকর্মী হিসেবে নয়, বিক্রি হয়েছে যৌন কর্মী হিসেবে | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

ভাগ্য ফেরাতে স্বামী-সন্তান রেখে ২০১৪ সালের সেপ্টেম্বরে বিদেশ পাড়ি জমান পারুল (ছদ্মনাম)। ৯০ হাজার টাকার বিনিময়ে সরকারের লাইসেন্সধারী আল রাবেতা ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সি তাকে লেবাননে গৃহকর্মীর কাজ দেয়ার কথা বলে। কিন্তু সেখানে যাওয়ার পরে পারুল জানলেন, এটা লেবানন নয়, সিরিয়া। আর সেখানে গৃহকর্মী হিসেবে নয়, তাকে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দিয়েছে রাবাতা। সেখানে একটানা ৯ মাস পাঁচদিন নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার সুযোগ মেলে তার।

পরিবারের চেষ্টায় র‌্যাবের সাহায্যে দেশে ফেরেন পারুল। কিন্তু ততদিনে নির্যাতনে শরীর অক্ষম প্রায়। এখন শারীরিকভাবে অক্ষম স্বামী আর সাত বছরের এক সন্তান নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটছে তার।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/518137

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS