এই খাবারগুলো আপনার সৌন্দর্য নষ্ট করবে | Lifestyle | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

১. লবণ: শরীরে লবণের পরিমাণ যত বাড়বে, ততপানির পরিমাণও বৃদ্ধি পেতে থাকবে। আর এমনটা হলে মুখের পাশাপাশি সারা শরীর ফুলতে শুরু থাকবে। ফলে সৌন্দর্য যে একেবারে তলানিতে গিয়ে ঠেকবে।

২. চা-কফি: চা-কফি ধরনের পানীয়তে ক্যাফিনের মাত্রা বেশি থাকে, যা কর্টিজল হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। আর তাতে ত্বকের উপর বয়সের ছাপ পড়তে শুরু করে।

৩. মদ: মদ্যপান করার পর ত্বকের অন্দরে পানির মাত্রা কমতে শুরু করে। ফলে ধীরে ধীরে ত্বক শুষ্ক হয়ে যায়। আর যত এমনটা হতে থাকে তত বলি রেখা স্পষ্ট হয়ে ওঠে।

৪. মিষ্টি জাতীয় খাবার: অতিরিক্ত মাত্রায় মিষ্টি জাতীয় খাবার খেলে সারা শরীরে প্রদাহ সৃষ্টি হয়, যা বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয়। আর তাতেই সৌন্দর্য কমতে থাকে হু হু করে।

৫. রেডমিট: বেশি মাত্রায় রেডমিট খেলে শরীরে ক্ষতিকর উপাদানের মাত্রা বৃদ্ধি পায়। সেই সঙ্গে কমতে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ। ফলে স্বাভাবিকভাবেই ত্বক এবং শরীরের উপর খারাপ প্রভাব পরে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS