হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি ওজনের স্বর্ণের বারসহ এক নারী ক্রুকে আটক করা হয়েছে। আটক নারীর নাম রাবেয়া শেখ মৌসুমি।
বৃহস্পতিবার সকালে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।