এই দিনে জন্মেছিলেন অমর নায়ক সালমান শাহ | jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

কোটি কোটি মানুষের হৃদয়ে লেখা আছে অমর নায়ক সালমান শাহের নাম। ঢাকাই সিনেমায় এক আবেগের নাম, ভালোবাসার নাম সালমান। মাত্র ২৭টি সিনেমা উপহার দিয়েই আকাশের তারা হয়ে গেছেন তিনি। আজ ১৯ সেপ্টেম্বর তার ৪৮তম জন্মদিন। তার প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায় নানার বাড়িতে জন্মেছিলেন সালমান শাহ। সালমানের পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। ছোট ভাই শাহরান চৌধুরী ইভান। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/entertainment/news/527774

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS