বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শুক্রবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। বুয়েটের শহীদ মিনারের প্রাঙ্গণ দিয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। এরপর তারা আবার এসে শহীদ মিনারের সামনে অবস্থান নেন। এ সময় তারা দিনের কর্মসূচি ঘোষণা করে একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে আবার বিক্ষোভ মিছিল দিতে শুরু করেন শিক্ষার্থীরা।
নিউজটি পড়তে ক্লিক করুন-https://www.jagonews24.com/campus/news/532293