প্রতি বছরের মতো এবারও ঠাকুরগাঁওয়ের শুক নদীর তীরে বুড়ির বাঁধে চলছে মাছ ধরা উৎসব। শনিবার বাঁধের গেট খুল দেয়ায় এ উৎসবে যোগ দিয়েছেন আশেপাশের গ্রামের কয়েক হাজার মানুষ।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের শুক নদীর ওপর নির্মিত বুড়ির বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। বাদ যাননি বৃদ্ধ-বৃদ্ধারাও।