দুপুর সাড়ে ১২টা। আজিমপুর বাসস্ট্যান্ডে ধানমন্ডি-সায়েন্সল্যাব-নিউমার্কেট ও আজিমপুর রুটে চলাচলকারী সরকারি বিআরটিসি পরিচালিত অত্যাধুনিক চক্রাকার শীতাতপ (এসি) নিয়ন্ত্রিত একটি বাস যাত্রীর জন্য অপেক্ষমাণ। বেসরকারি অন্য বাসের কাউন্টারগুলোতে বেশ ভিড় থাকলেও বিআরটিসির এ কাউন্টার প্রায় ফাঁকা। ১০ মিনিট পরই বাসটি গন্তব্যে রওনা হবে। কিন্তু বাসের টিকিটের জন্য দু-এক মিনিট পরপর দু-চারজন আসছেন।
নির্দিষ্ট সময় শেষে ৫৫ আসনের বাসটি যখন ছেড়ে গেল তখন যাত্রী সংখ্যা ছিল ১৮ জন। গত মে মাসে যখন চক্রাকার এসি বাস সার্ভিসটি চালু হয়, তখন বাসে যত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও গত দুমাস ধরে কাঙ্ক্ষিত সংখ্যায় যাত্রী পাচ্ছে না বিআরটিসি।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/national/news/535562