ভারতের ঘরোয়া অ্যাথলেটিকসে ট্র্যাক মাতালেন বাংলাদেশের জহির রায়হান। আজ (রোববার) দেশটির অন্ধ্র প্রদেশে জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর জহির রায়হান ৪৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন।
বিকেএসপির সাবেক অ্যাথলেট জহির রায়হান গত আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার অ্যাথলেটিকসের চেয়ে ভালো টাইমিং করেছেন ভারতের প্রতিযোগিতায়। সামারে জহির সময় নিয়েছিলেন ৪৭.৯০ সেকেন্ড।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/sports/news/537149