চলতি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নওগাঁর মান্দা উপজেলার শ্যামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। শিক্ষা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার স্বার্থে শিক্ষকরা ঝরে পড়া শিক্ষার্থীদের দিয়ে রেজিস্ট্রেশন করালেও অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) উত্তোলন করেননি। গত ২০ বছর যাবৎ বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। এর আশপাশে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজটি পড়তে ক্লিক করুন-https://www.jagonews24.com/country/news/538011