বড়, তাই সব দোষ রেলের : রেলমন্ত্রী | Jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 0

একজন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলক্রসিং দিয়ে রেললাইনে চলে আসল। এর জন্য অ্যাক্সিডেন্ট হলো। এতে কিন্তু রেলের কোনো দোষ নেই। তারপরও রেলকে অভিযুক্ত করা হয়। আসলে রেল বড় তো, তাই সবাই রেলের দোষ দেয়।

এভাবে কথাগুলো বলেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। বুধবার (২০ নভেম্বর) রাজধানীর রেল ভবনে মন্দবাগ ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ব্রিফিংয়ে এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রেলওয়ে সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিস্তারিত পড়তে ক্লিখ করুন - https://www.jagonews24.com/national/news/540957

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS