সবুজ ঘাসে আবৃত কবরের ওপর খুব যত্ন করে পানি ঢালছিলেন পুরান ঢাকার হোসেনি দালানের বাসিন্দা এক যুবক। অনেকক্ষণ সময় নিয়ে ১০ লিটারের গ্যালন ভর্তি পানি ছিটানোর কাজ শেষ করে কবরের নামফলকে জমে থাকা ধুলাবালি রুমাল দিয়ে পরিষ্কার করেন।
নিউজটি পড়তে ক্লিক করুন-
https://www.jagonews24.com/national/news/541380