নতুন রূপে সাজানো হয়েছে রাজধানীর বাসাবো মাঠ। এখন মাঠটির চেহারাই বদলে গেছে। সেখানে লাগানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আনা বারমুডা প্রজাতির ঘাস, চারদিকে আছে নানা ফুলের গাছ। ৯টি ঝর্ণার মাধ্যমে মাঠের ঘাসে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। বড় দর্শক গ্যালারি, চারদিকে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, পাশেই আছে আধুনিক শৌচাগার।
৪ দশমিক ৩৬ বিঘা জমির ওপর নির্মিত মাঠটি আধুনিকায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আধুনিকায়ন করার পর পার্কটির নাম দেয়া হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্ক’।
বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/542240