প্রতি বছর শীতে হাজারও পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠে নওগাঁর মহাদেবপুর উপজেলার মধুবন গ্রাম সংলগ্ন আত্রাই নদ। এ নদীতে বছরে প্রায় ৭-৮ মাস পাখিগুলো থাকে। পাখিদের প্রতি ভালোবাসা থেকে ২০১৩ সালে স্থানীয় কিছু যুবক গড়ে তুলেন পাখির অভয়াশ্রম। সম্প্রতি সেখানে ড্রেজার মেশিন বসিয়েছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা বালু ব্যবসায়ী আলহাজ মোয়াজ্জেম হোসেন। তিনি এলাকায় বালু মোয়াজ্জেম নামেও পরিচিত।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/country/news/542679