দুটি আলাদা দীর্ঘলাইনে মানুষের ভিড়। পাশের একটি রুমে চলছে প্রায় ৫০-৬০ জনের পরীক্ষা। বাকি যে দুটি দীর্ঘলাইন আছে সেখানের একটিতে মানুষ অপেক্ষা করছে সিরিয়াল অনুযায়ী পরীক্ষার আসনে বসার জন্য। অপর লাইনে পরীক্ষা দেয়ার আগে স্বাক্ষরসহ অনুমোদনপত্র নেয়ার অপেক্ষায় আগতরা। এরপর দাঁড়াতে হবে পরীক্ষার আসনে বসার লাইনে।
এভাবে দু-তিন ঘণ্টা অপেক্ষা। এরপর হয়ত-বা বসতে পারবেন পরীক্ষা দেয়ার আসনে। তবে এখানেই শেষ নয়, এরপর আরও কিছু কাজ বাকি আছে। যদি পরীক্ষায় পাস করেন তবেই অন্য আরেকটি (তৃতীয়) লাইনে গিয়ে দাঁড়াতে হবে। এভাবেই যেন সারাদিন পার….