মৌমাছি বাসা বেঁধেছে একটি প্রাথমিক বিদ্যালয়ে। একটি-দুটি নয়, একেবারে ২২টি চাক দিয়েছে বিদ্যালয়টির তিন দিকের কার্নিসে। বাদ যায়নি সিঁড়ির ছাদও। মৌমাছির হুল ফোটানোর আতঙ্কে শঙ্কিত এখন বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
মৌমাছির আক্রমণে ইতোমধ্যে সাত-আটজন শিক্ষার্থী শিকার হয়েছে। ভয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসাও ছেড়ে দিয়েছে। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে দরজা জানালা বন্ধ করে বার্ষিক পরীক্ষা দিচ্ছে শিশু শিক্ষার্থীরা।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/country/news/544758