দেশের কিছু ডেভলপার বাটপারি করে, এমন মন্তব্য করে তাদের থেকে রাজধানীবাসীকে হুঁশিয়ার থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মোহাম্মদপুর হাউজিং সোসাইটির উদাহরণ দিয়ে তিনি বলেন, যে ডেভলপাররা সেখানে কাজ করেছে, তারা কিন্তু দেখিয়েছে সেখানে খেলার মাঠ আছে, কমিউনিটি সেন্টার আছে, বাজার আছে। পরে এসব বিক্রি করে তারা চলে গেছে। এইসব বাটপারি থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন। যারা শুধু নিজেদের স্বার্থ দেখে, জনগণের স্বার্থ দেখে না।
বুধবার রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলে আয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন সম্প্রসারিত পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধনের আগে এসব কথা বলেন তিনি।