নৌযান ব্যবসায় সফলতার মুখ দেখেছেন চাঁদপুরের এম এ বারী খান...
১৯৬৪ সাল, সদ্য এসএসসি পাস করা বালক। কিছু বুঝে ওঠার আগেই বাবা জানালেন ব্যবসায় নামতে হবে। লেখাপড়া করার প্রচণ্ড ইচ্ছা, কিন্তু বাবার কথা তো আর ফেলে দেয়া যায় না। কাপড়ের ব্যবসা ছিল চাঁদপুরের পুরানবাজার এলাকায়। চাচা মারা যাওয়ার পর বাবা জানান, যেহেতু তিনি লেখাপড়া তেমন জানেন না, সেহেতু বারী খানকেই ব্যবসার হাল ধরতে হবে। তবে এ ব্যবসা ও বেশিদিন ধরে রাখতে পারেননি। এরপর শুরু হয় চিংড়ির ব্যবসা। অতঃপর মনে হলো সঠিক পথে, হালাল ব্যবসা করার। বেছে নিলেন নৌযান ব্যবসা। রীতিমতো নৌযান ব্যবসায় সফলতার মুখ দেখেছেন তিনি। বর্তমানে চাঁদপুর-ঢাকা রুটে চারটি বড় নৌযান যাত্রীসেবা দিয়ে আসছে। সেগুলো হলো- আল বোরাক, রফরফ, রফরফ-২ এবং লেটেস্ট ভার্সন রফরফ-৭ নামের আধুনিক লঞ্চ। এম এ বারীর সফলতার গল্প শুনতে জাগো নিউজ মুখোমুখি হয় সফল এ ব্যবসায়ীর। এম এ বারীর সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক রিফাত কান্তি সেন...