১৬ ডিসেম্বর, ১৯৭১। ২য় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ | Jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 2

১৬ ডিসেম্বর, ১৯৭১

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় দিন

বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে
মাথা উঁচু করে দাঁড়ানোর দিন

৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের
১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে

হানাদার পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য
যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে

পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে

১৪ ডিসেম্বরই বোঝা গিয়েছিল
পাকিস্তানি বাহিনীর মরণঘণ্টা বেজে গেছে

ঢাকা থেকে রাওয়াল পিন্ডিতে বার্তা পাঠানোর সংখ্যা
সেদিন অনেক বেড়ে গিয়েছিল আকস্মিক ভাবে

এই সব বার্তায় ফুটে উঠছিল চরম হতাশার সুর

১৫ ডিসেম্বর দিনটি শুরু হয়েছিল
পূর্ব পাকিস্তানে সরকারবিহীন পরিস্থিতিতে

বাতাসে পাওয়া যাচ্ছিল আত্মসমর্পণের আভাস

১৬ ডিসেম্বর, সকাল ১০ টা বেজে ৪০ মিনিট

যৌথবাহিনী ঢাকাতে প্রবেশ করে

এর আগেই বঙ্গবীর কাদের সিদ্দিকী
সহযোদ্ধাদের নিয়ে ঢাকায় ঢুকে পড়েন

জাতিসংঘ শরণার্থী বিষয়ক কর্মকর্তা জন কেলি
সকালে ঢাকা সেনানিবাসের কমান্ড বাঙ্কারে পৌঁছেন

সেখানে লে. জেনারেল নিয়াজীকে পাওয়া যায় না
বিধ্বস্ত অবস্থায় ছিলেন জেনারেল রাও ফরমান

রাও ফরমান জন কেলিকে জানান

মিত্রবাহিনীর কাছ থেকে তারা
আত্মসমর্পণের প্রস্তাব মেনে নিয়েছে

মিত্রবাহিনীর সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায়
এই খবরটি তাদের জানাতে পারছে না

জন কেলি রাও ফরমানকে জাতিসংঘের
বেতার সংকেত ব্যবহারের প্রস্তাব দেন

বিকেল সাড়ে ৪টা
আত্মসমর্পণের জন্য সময় নির্ধারণ হয়

ঢাকাবাসী যখন এই
আত্মসমর্পণের সময় জানতে পারল

তখন তারা মেতে উঠে আনন্দ উল্লাসে

রেসকোর্স ময়দান লোকে লোকারণ্য

পাকবাহিনীর জয়েন্ট কমান্ডার
লেফটেনেন্ট জেনারেল নিয়াজি

পরাজয় স্বীকার করে
আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন

যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন
লেফটেনেন্ট জেনারেল জগজিৎ সিং অরোরা

বাংলাদেশ সেনাবাহিনীর সেসময়ের
ডেপুটি কমান্ডার-ইন-চীফ ইয়ার কমডোর

এ কে খন্দকার উপস্থিত ছিলেন
এই স্মরণীয় অনুষ্ঠানে

প্রায় ৯৩০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে

২য় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল
সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা

অভ্যুদয় হলো বাংলাদেশের

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS