‘আমি মরহুম রাজীব আংকেলের সঙ্গে অভিনয় করেছি। হুমায়ূন ফরীদি ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। আমি নায়ক মান্না ভাইয়ের নায়িকা ছিলাম। শাকিব খান, আমিন খান, অমিত হাসানদের সঙ্গে কাজ করেছি। বড় বড় সব প্রডাকশন হাউজের সিনেমা করেছি।
এখন যার তার সাথে তো আমি সিনেমা করবো না। আমাকে নিয়ে সিনেমা করতে হলে একটা ন্যুনতম যোগ্যতা থাকতে হবে। এটা ফিল্মের যোগ্যতা। অনেক ফিল্ম বানানোর অভিজ্ঞতা থাকতে হবে’- নতুন করে সিনেমায় প্রত্যাবর্তনের প্রসঙ্গে এভাবেই বলছিলেন অশ্লীলতার অভিযোগে সিনেমা থেকে আড়ালে চলে যাওয়া চিত্রনায়িকা পলি।
বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/entertainment/news/549508