কাপুর পরিবারে কতজন অভিনেতা রয়েছেন বলে প্রশ্ন করা হয় করিশ্মাকে। যার উত্তরে একটি দীর্ঘ তালিকার উল্লেখ করেন অভিনেত্রী। তিনি বলেন, পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর, নীতু কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর, শাম্মি কাপুর, রণধীর কাপুর সহ আরও অনেকে রয়েছেন।