সম্প্রতি ড্যান সার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তাঁর মাথা থেকে সোনা, হিরের হার ঝুলতে দেখা যায়। সোনা, হিরের সঙ্গে বিভিন্ন ধরনের দামি পাথরও ড্যান সারের মাথা থেকে ঝুলতে দেখা যায়। যা দেখে কার্যত অবাক হয়ে যান ড্যানের অনুরাগীরা।