রাত থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে ফেরিওয়ালার মৃতদেহ মিলল ঘরের সামনেই। মৃতের নাম গোবিন্দ অধিকারি। বয়স হয়েছিল ৪৬ বছর। শুক্রবার সকালে বাসন্তীর জয়গোপালপুর নতুন বাজার এলাকার রাণীগড় গ্রামে সেই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে গোবিন্দকে খুন করেছে তাঁর স্ত্রী। বাসন্তী থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তাঁর তা খতিয়ে দেখা হচ্ছে।