রবিবার ছিল যশের জন্মদিন। সেই উপলক্ষ্যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে ছবি শেয়ার করে যশকে ভালবাসা জানান নুসরত জাহান। যেখানে শুভ জন্মদিন \'হাসব্যান্ড\', \'ড্যাডি\' বলে কেকের কারুকাজে উল্লেখ করতে দেখা যায় নুসরত জাহানকে। যা দেখে তাঁদের সম্পর্ক নিয়ে আরও একদফা শোরগোল শুরু হয়ে যায়।