Omicron বাড়ছে হু হু করে, দক্ষিণ আফ্রিকা জুড়ে আতঙ্ক

LatestLY Bangla 2021-12-02

Views 17

দক্ষিণ আফ্রিকায় একদিনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় দ্বিগুন। এমনই খবর মিলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি করোনার ওমিক্রন প্রজাতি হানা দিয়েছে বিশ্বের আরও ২৪টি দেশে। এমনই জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।  ফলে করোনার এই নয়া প্রজাতির থাবা থেকে বাঁচতে মরিয়া গোটা বিশ্ব।

Share This Video


Download

  
Report form