Kareena Kapoor আক্রান্ত কোভিডে, করোনার থাবায় অমৃতাও

LatestLY Bangla 2021-12-13

Views 20

গত কয়েকদিন ধরে যাঁরা যাঁরা করিনা এবং অমৃতার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে আরটিপিসিআর টেস্ট করাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বৃহন্মুম্বই পুরসভার তরফে। কীভাবে একই সঙ্গে করিনা এবং অমৃতা করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে জল্পনা চলছে। করিনার পরিবারে আর অন্য কেউ করোনায় আক্রান্ত কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

Share This Video


Download

  
Report form