মুম্বইয়ের অন্ধেরি হাসপাতালে এখনও পর্যন্ত ১৪ জন ওমিক্রন আক্রান্তের চিকিৎসা হয়েছে। যদিও তাঁদের প্রত্যেককেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্ধেরি হাসপাতালে যাঁরা ওমিক্রন আক্রান্ত হয়ে ভর্তি হন, তাঁদের গলায় ব্যথা, ক্লান্তি দেখা গিয়েছে। সেই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে র্যাশ বের হতেও দেখা গিয়েছে বলে খবর।