ডেল্টা আগেই থেকেই দাপট দেখাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। এবার ডেল্টার সঙ্গে হাজির ওমিক্রন। করোনার এই নয়া প্রজাতি অত্যন্ত সংক্রমক। ডেল্টা এবং ওমিক্রন একসঙ্গে হামলা চালালে, প্রায় গোটা বিশ্বের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে পারে। আছড়ে পড়তে পারে সুনামি। ভেঙে পডড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থাও।