করোনা নিয়ে ফের সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনই করোনার শেষ প্রজাতি নয়। ওমিক্রনের পর করোনার আরও কোনও নয়া প্রজাতি হানা দিতে পারে। এবার এভাবেই সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যা নিয়ে ফের গোটা বিশ্বের কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।