একটি স্ক্র ব্যবহার করেই খুলে ফেলা হত বাইকের লক। তারপর চোখের নিমেষে হাওয়া। এতদিন এভাবেই রমরমিয়ে বাইক পাচার চলছিল নরেন্দ্রপুরে। কিন্তু সোমবার নরেন্দ্রপুরে পুলিশের জালে ধরা পড়ল বাইক চুরি চক্রের দুই পান্ডা। গতকাল রাতে নরেন্দ্রপুর থানার বোড়ালের কালীবাজার এলাকা থেকে বাইকচুরি চক্রে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি বাইক ৷ ধৄতরা হল, আদিল পারভেজ শেখ ও সাফিরুল হালদার ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুজনকে মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করা হলে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ ৷ এদের সঙ্গে অন্য বাইক চুরি চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷