শেষ জীবনে এসে ধাক্কা খেলেন সন্ধ্যা দি: মমতা

EI Samay 2022-02-16

Views 1

কোচবিহারে বীর চিলা রায়ের ৫১২ তম জন্ম দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার জন্মদিবসে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। বাবুর হাট চেক পোস্টে বীর চিলা রায়ের ১৫ ফুট উঁচু "গ্র্যান্ড স্ট্যাচু" বসানোর ঘোষণা করেন তিনি। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই মুখ্যমন্ত্রী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের প্রসঙ্গ তোলেন মমতা। তিনি বলেন, "সন্ধ্যা দি আমার খুব পছন্দের মানুষ। খুব প্রিয় মানুষ। ওঁকে ভারতরত্ন বললে ভুল হবে না। হয়ত জীবনে কিছুই পায়নি। কিন্তু, মানুষের যে ভালোবাসা তা কখনও একটা পদ্মশ্রী বা একটা হতশ্রীতে শেষ হয় না। পদ্মশ্রী একটা পুরস্কার। হতশ্রী তার বিপরীত অর্থে ব্যবহার করি আমরা। দু'টো কখনওই এক নয়। পদ্মশ্রী বরাবরই সম্মানের। কিন্তু, তার উপরেও দু' তিনটি পুরস্কার রয়েছে। সেই অ্যাওয়ার্ডগুলি তাঁর অনেকদিন আগে প্রাপ্য ছিল। আজকে সেসব তাঁর পাওয়ার কথা নয়।"

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS