এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আশঙ্কা প্রকাশ করল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রী সার্গেই লভরোভ বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পরমাণু হামলা হতে পারে। যার জেরে তৃতীয় বিশ্বযুদ্ধ ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে কার্যত সুর চড়ান রুশ মন্ত্রী। তিনি বলেন, ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। তার পরিবর্তে ইউক্রেন যদি কোনওভাবে পরমাণু অস্ত্রের ব্যবহার করতে চায়, তাহলে তার ফল মারাত্মক হতে পারে বলে সতর্ক করেন রুশ মন্ত্রী।