পাঞ্জাবে যেন জাদুর ছোঁয়া আপের। পাঞ্জাব বিধানসভা নির্বাচনে মানুষের ভালবাসা আদায় করে শেষ পর্যন্ত সরকার গঠনের দিকে এগোচ্ছে আম আদমি পার্টি। বৃহস্পতিবার বেলা বাড়তেই পাঞ্জাবের ছবি পরিষ্কার হতে শুরু করে। বিজেপি, কংগ্রেস এবং শিরোমণি আকালি দলকে পিছনে ফেলে আপ আপ এগিয়ে যেতে শুরু করে হু হু করে। ফলে পরাজিত হন কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোত সিং সিধুর মতো হাই প্রোফাইল প্রার্থীও।