ঢাকায় সানি লিওনির ১৫ ঘণ্টা , কি করলেন এই সময়? Porn Star Sunny Leone in Dhaka | Rising Bangla

Rising Bangla 2022-03-15

Views 7

ঢাকায় এসেছেন বলিউডের সানি লিওনি, শনিবার এমন খবরে সাড়া পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ তাঁকে স্বাগত জানান, কেউ বা তাঁকে নিয়ে আলোচনা–সমালোচনায় মেতে ওঠেন। এত কিছুর মধ্যেও ঢাকায় বলিউডের এই আলোচিত অভিনেত্রী অবস্থান করেন ১৫ ঘণ্টা। যে কাজে এসেছিলেন, সেই কাজ সেরে আজ রোববার সকাল সাড়ে আটটায় প্রাইভেট জেট বিমানে চড়ে তিনি ঢাকা ছাড়েন। ঢাকায় এই সময়টায় কী করলেন সানি লিওনি—এমন প্রশ্নও অনেকের। কারণ, ঢাকায় নামার ঠিক এক দিন আগে জানা যায়, শুটিংয়ের কারণে সানি লিওনির ঢাকায় আসার ভিসা বাতিলের ব্যাপারটি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ঢাকায় নেমে সানি লিওনি তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারসহ সরাসরি চলে যান গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে যান রাজধানীর শেফস টেবিলের কোর্টসাইডে। গানবাংলার চেয়ারম্যান সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীদের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার ঢাকায় এসেছেন।

রাতের মাদানি এভিনিউ যখন নীরব, ঠিক তখনই সেখানকার শেফস টেবিলের কোর্টসাইড যেন ‘জেগে ওঠে’। আমন্ত্রিত অতিথিদের সামনে হঠাৎ মঞ্চে আমন্ত্রণ জানানো হয় বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। তিনি মঞ্চে যান, এরপর ‘দুষ্টু পোলাপাইন’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। সানি লিওনির সঙ্গে এই সময় মঞ্চে ছিলেন বাংলাদেশের সংগীতাঙ্গনের তরুণ প্রজন্মের শিল্পীদের কেউ কেউও। সানি লিওনি যখন মঞ্চে নাচছিলেন, দেখা গিয়েছিল এস আই টুটুলকেও।
মঞ্চে যখন সানি নাচছিলেন, আমন্ত্রিত অতিথিদের মধ্যে যাঁরা মঞ্চের সামনে ছিলেন, তাঁরাও উল্লসিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সেলফি আবদারও মেটাতে হয় এই বলিউড তারকাকে। সানি যখন অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, তখন ঘড়ির কাঁটায় রাত ১১টা ১০ মিনিট। গাড়িতে ওঠার সময়ও তাঁকে ভক্তদের সেলফি আবদার মেটাতে হয়।

সকালে একটি প্রাইভেট জেট বিমানে চড়ে সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার ঢাকা ছেড়েছেন। একই বিমানে চড়ে মিট ব্রস, মিমি চক্রবর্তী, শেফালিরা ঢাকা ছেড়েছেন। কৈলাশ খের, নুসরাত, অদিতি সিং শর্মাসহ আরও যাঁরা তাপস ও মুন্নীর আমন্ত্রণে ঢাকায় এসেছেন, তাঁরাও আজ দিনের যেকোনো সময় ঢাকা ছাড়বেন।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবারের। সেই সূত্রে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। তাপসের গাওয়া ‘লাভলি অ্যাকসিডেন্ট’ শিরোনামের একটি গানের মডেল সানি লিওনি। এরপর তাপসের কথা, সুর ও সংগীতে ‘দুষ্টু পোলাপাইন’ গানের ভিডিওচিত্রেও মডেল হন তিনি।

বিকেলে ঢাকায় নেমে ভেরিফায়েড ফেসবুক পেজে স্থিরচিত্র পোস্ট করেন সানি। এদিন বিকেল ৫টা ১০ মিনিটের দিকে শেয়ার করা সেই স্থিরচিত্রে তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’ সানি লিওনির এই পোস্টে রিঅ্যাক্ট এসেছে প্রায় পৌনে লাখ ফেসবুক অ্যাকাউন্ট থেকে। মন্তব্য করা হয়েছে ১ লাখ ৬০ হাজার আর পোস্টটি শেয়ার হয়েছে ১৮ হাজার ৮ শর বেশি।

২ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনির বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শাপলা মিডিয়ার একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা থাকলেও ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে সেবারও বাংলাদেশের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাঁকে।

#SunnyLeone #pronstar #risingbangla

"Copyright Di

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS