Meher Afroz Shaon & Selim Chowdhury ।ভালোবাসার সবুজ দ্বীপ। Bhalobasar Sobuj Dip ।Urvashi Ganer Shiri

Masud Parvej 2022-03-29

Views 20

লোকসমাজ ছেড়ে সুখের আশায় ঘর বাঁধিব দু’জনে- ভালোবাসার সবুজ দ্বীপে...
: ‘‘ভালোবাসার সবুজ দ্বীপ’’
(Song-1): “‘Bhalobasar Sobuj Dip’’

গানের কথা:
ভালোবাসার সবুজ দ্বীপ
ছেলে
রূপ দেখিয়া মন মজিলে জাতের কথা কে ভাবে!
মেয়ে
কুলনাশী করলি মোরে ছিল কী তোর স্বভাবে!
ছেলে
প্রেমযমুনায় ঢেউ ছুটিলে বাঁধি তারে কেমনে?
মেয়ে
তোমায় সখা পাবো বলে ছাড়িয়াছি স্বজনে
ছেলে
ভালোবাসার সবুজ দ্বীপে ঘর বাঁধিব দুজনে।
ছেলে+মেয়ে
ভালোবাসার সবুজ দ্বীপে ঘর বাঁধিব দুজনে।
ছেলে
তোমায় সখী করবো সুখী আমার মনে বাসনা
চন্দ্রমুখীর হাসি দেখে ঘরে আঁধার থাকে না।
মেয়ে
বন্ধুরে তুই নাওয়ে বসে বাজাসনারে বাঁশি আর
বাঁশির সুরে খইসা পড়ে আমার গলার অলংকার
ছেলে
চোখের আড়াল (২) হইলে সখী একা থাকি কেমনে
মেয়ে
যৌবননদে বান ডেকেছে ভয় জাগে মোর পরানে
ছেলে+মেয়ে
ভালোবাসার সবুজ দ্বীপে ঘর বাঁধিব দুজনে।
মেয়ে
কী মন্ত্রণা পড়লে তুমি বাড়ে মনের যাতনা
মায়াজালে জড়িয়ে নিলে সুখ যে আমার ধরে না
ছেলে
নারী তোমার মোহন মায়ায় ভুলিয়াছি জাতিকুল
কাঁটাঘেরা কুঞ্জবনে তোমায় দেখে হই আকুল
মেয়ে
মনের মাঝে (২) কী সুর বাজে মধুমাখা ফাগুনে
ছেলে
তৃষাভরা মনে তুমি সুধা দিলে জীবনে
ছেলে+ মেয়ে
ভালোবাসার সবুজ দ্বীপে ঘর বাঁধিব দুজনে।
ছেলে+ মেয়ে
ভালোবাসার সবুজ দ্বীপে ঘর বাঁধিব দুজনে।

গীতিকার: ড. মো. হারুনুর রশীদ
সুরকার: বুলবুল আনাম
শিল্পী: সেলিম চৌধুরী ও মেহের আফরোজ শাওন

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS