Doctor on KK demise: 'সোমবার থেকে অসুস্থ, চিকিৎসকের কাছে গেলে অনুষ্ঠান বাতিল হলেও উনি বেঁচে যেতেন', বলছেন ধীমান কাহালি

ABP Ananda 2022-06-01

Views 418

‘কনসার্ট সেরে রাত ৯টা ১০ মিনিটে হোটেলে ফেরেন কেকে। লিফটে ওঠার আগে কয়েকজন ফ্যানের সঙ্গে সেলফিও তোলেন কেকে।লিফটে ঢুকেই অসুস্থ হয়ে পড়েন কেকে, ঝুঁকে যায় মাথা। হোটেলের ঘরে ঢোকার পরেই সোফায় বসতে গিয়ে পড়ে যান কেকে।সোফায় বসার সময় পড়ে গিয়ে টেবিলে মাথা ঠুকে যায় কেকের। কেকে-কে অসুস্থ হতে দেখে ছোটাছুটি শুরু করেন ম্যানেজার। সঙ্গে সঙ্গে ছুটে আসেন হোটেলকর্মীরা, খবর দেওয়া হয় চিকিৎসককে। অ্যাম্বুল্যান্স না থাকায় হোটেলের গাড়িতেই নিয়ে যাওয়া হয় সিএমআরআইতে। আজ মুম্বইতে পৌছঁল কেকের মরদেহ

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS