‘সিঙ্গুর আন্দোলনের (Singur) সময় আমাদের মারতে মারতে বের করে দেওয়া হয়। আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল’। সিঙ্গুরের মঞ্চ থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ হুগলির (Hooghly) সিঙ্গুরে একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। সিঙ্গুরে সন্তোষীমায়ের মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ভার্চুয়াল মাধ্যমে তাঁর কামারকুণ্ডুর রেল ওভারব্রিজের উদ্বোধন করেন। যদিও যৌথ উদ্যোগের ওই প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী কেন একা করবেন, তা নিয়ে আপত্তি জানিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছে রেল (Indian Railway)। এ নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গুরের মানুষ আমাদের খেতে দিতেন। সিঙ্গুরের আন্দোলন শুরুর সময় সন্তোষী মায়ের কাছে মানত করেছিলাম। বলেছিলাম সিঙ্গুর আন্দোলনে জয় পেলে সন্তোষী মায়ের মন্দির করব’।