চাকরি নিয়ে এবার প্রশ্ন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ১২ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে, পাস করেছে ৮৬ শতাংশ। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। গ্র্যাজুয়েশন, এমএ পাস করেও চাকরি নেই, ‘যাঁরা বাড়িতে আসেন, তাঁদের অর্ধেকই চাকরি চাইতে আসেন। কোন জায়গায় গিয়ে কী পাস করলে চাকরি পাওয়া যাবে? প্রশ্ন খোদ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়।