শবর তৈরি করার সময় পরিচালক অরিন্দম শীল ভেবেছিলেন, হয় শবরের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করবেন, অথবা কেউ নয়। কারণ পরিচালকের বিশ্বাস, একটি গোটা ফ্র্যাঞ্চাইজিকে কাঁধে করে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে শাশ্বত চট্টোপাধ্যায়ের। আর তাই, অরিন্দমের শবর, কেবলমাত্র শাশ্বত চট্টোপাধ্যায়। একের পর এক সিরিজে দর্শকদের মন জয় করেছেন তিনি। নতুন ছবি 'তীরন্দাজ শবর' -নিয়ে এবিপি লাইভের সঙ্গে অকপট আড্ডায় পরিচালক অরিন্দম শীল