Tea workers movement: চা শ্রমিকদের দাবি আদায়ে একযোগে আন্দোলনে তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের

ABP Ananda 2022-06-05

Views 1

চা শ্রমিকদের দাবি আদায়ে একযোগে আন্দোলনে তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের। এদিন কোচবিহারের মাথাভাঙার দোলং চা বাগানে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে একসঙ্গে বিক্ষোভ দেখায় তিন শ্রমিক সংগঠন। ভিন্ন মেরুতে অবস্থান করেও দাবিদাওয়া নিয়ে তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের একযোগে আন্দোলন রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা। শ্রমিক-স্বার্থে একযোগে আন্দোলন, দাবি তিন শ্রমিক সংগঠনের।

Share This Video


Download

  
Report form