সঙ্গীতশিল্পী KK-র মৃত্যু বিতর্কের মধ্যে প্রথম স্টেজ শো করলেন শিল্পী রূপঙ্কর বাগচী। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে টালার মোহিত মৈত্র মঞ্চে একটি স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলন উত্সবে এদিন গান করেন শিল্পী। এক AC-র নেতৃত্বে মঞ্চের ভেতরে ও বাইরে নিরাপত্তায় ছিলেন প্রায় ৯০ জন পুলিশকর্মী। পাশাপাশি, KK-র মৃত্যুর পর কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠান মঞ্চের বাইরে রাখা ছিল অ্যাম্বুল্যান্স। প্রায় এক ঘণ্টা পর মঞ্চ ছাড়ার সময় কোনও কথা বলতে চাননি। হাত জোড় করে বেরিয়ে যান রূপঙ্কর।