হাসপাতালে খাদির তৈরি পোশাক, বিছানার চাদর ও অন্যান্য সামগ্রীর ব্যবহার নিয়ে সব রাজ্যের স্বাস্থ্য দফতরকে অ্যাডভাইসরি পাঠাল জাতীয় মেডিক্যাল কমিশন। ওই অ্যাডভাইসরিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালতে রোগীর বেডের চাদর, চিকিত্সকদের অ্যাপ্রন খাদি থেকে নিতে হবে। বিরোধিতায় সরব হয়েছে একাধিক চিকিত্সক সংগঠন।