East Burdwan : সরকারি নার্সের চাকরি পাওয়ায় স্ত্রীর ডান হাত কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

ABP Ananda 2022-06-06

Views 422

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে নৃশংস ঘটনা। সরকারি নার্সের চাকরি পাওয়ায় স্ত্রীর ডান হাত কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, স্ত্রী নার্সের চাকরি পাওয়ার পর তাঁকে ছেড়ে চলে যেতে পারেন, এই আশঙ্কায় স্বামী ওই কাণ্ড ঘটিয়েছেন। শনিবার রাতে কেতুগ্রামের চিনিসপুরে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, স্ত্রী রেণু খাতুন যখন ঘুমিয়ে ছিলেন, সেই সময় স্বামী কয়েকজন বন্ধুকে নিয়ে ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে হাত কেটে দেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এরপর কাটা হাত বাড়িতে ফেলে স্ত্রীকে নিয়ে গিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে দেন স্বামী। পরে দুর্গাপুরের এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় মহিলাকে। ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মহিলার পরিবার।  ঘটনার পর থেকেই পলাতক মহিলার স্বামী শের মহম্মদ শেখ। এলাকায় তাঁর একটি মুদিখানার দোকান রয়েছে। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS