পরেশ-কন্যার পর আরও একজনের শিক্ষক পদে চাকরি বাতিল। নতুন বেঞ্চেও এসএসএসির চাকরি বাতিল। বেআইনি নিয়োগে চাকরি বাতিল। নবম-দশম গণিতের শিক্ষকের চাকরি বাতিল। সিদ্দিক গাজি নামে এক ব্যক্তির চাকরি বাতিল করল হাইকোর্ট‘মেধাতালিকায় ২০০ নম্বর চাকরি পায়নি ’, ‘চাকরি পেয়েছে মেধাতালিকার ২৭৫ নম্বর স্থানাধিকারী’, মধ্যশিক্ষা পর্ষদকে চাকরি বাতিলের নির্দেশ। চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। বুধবার ফের মামলার শুনানি।