Mamata Banerjee : 'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে', মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের কেএলও প্রধানের পৃথক রাজ্যের দাবি

ABP Ananda 2022-06-06

Views 191

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে ফের কেএলও প্রধানের পৃথক রাজ্যের দাবি। কেএলও প্রধান জীবন সিংহর মুখে জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নাম। ভিডিও বার্তায় ফের পৃথক কোচ-কামতাপুর রাজ্যের দাবিতে সরব জীবন সিংহ। মুখ্যমন্ত্রীকেও সরাসরি হুমকি কেএলও প্রধানের। কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে, হুঁশিয়ারি জীবন সিংহর। বিজেপির ইন্ধনেই পৃথক রাজ্যের দাবি কেএলও-র, প্রতিক্রিয়া তৃণমূলের।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS