South 24 Parganas: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, ঘুঁটিয়ারি শরিফে আহত এক

ABP Ananda 2022-06-06

Views 27

দক্ষিণ ২৪ পরগনার ঘুঁটিয়ারি শরিফে একটি বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বোমা বাঁধার অভিযোগে আশরাফ আলি নামে বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জীবনতলা থানা এলাকার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির কাছে ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে দাবি, বাড়ি থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS