Online Exam: অনলাইন পরীক্ষার দাবিতে ১২ ঘণ্টার বেশি সময় ধরে ঘেরাও চলছে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। Bangla News

ABP Ananda 2022-06-07

Views 82

অনলাইন পরীক্ষার দাবিতে ১২ ঘণ্টার বেশি সময় ধরে ঘেরাও চলছে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। সকাল ১১টা থেকে ঘেরাও হয়ে রয়েছেন অধ্যক্ষা সহ একাধিক শিক্ষক। কলেজের চতুর্থ ও ষষ্ঠ সিমেস্টারের ছাত্রীদের একাংশের দাবি, পরীক্ষা নিতে হবে অনলাইনে। অন্যদিকে, অফলাইনে পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জটিলতা কাটাতে গভীর রাতে কলেজে যান মেদিনীপুরের মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য ও ডিএসপি অ্যাডমিনিস্ট্রেটিভ সব্যসাচী সেনগুপ্ত। পুলিশ একাধিকবার গেটের তালা খুলতে গেলে, ছাত্রীদের বিক্ষোভের মুখে তাঁদের পিছু হটতে হয়

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS