খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ী দম্পতির মোবাইল ফোনের কললিস্ট। খুনের আগে কার কার ফোন এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। পরিবারের দাবি, ব্যবসায়ী দম্পতির দুটি মোবাইল ফোনই গায়েব। একটি রাত পর্যন্ত চালু ছিল বলে পরিবারের দাবি। পুলিশ সূত্রে খবর, টাওয়ার লোকেশন ট্র্যাক করে একই জায়গায় দুটি মোবাইল ফোন রয়েছে বলে মনে করা হচ্ছে। আততায়ীরা খুন করে মোবাইল ফোন কোথাও ফেলে দিতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। টাকাপয়সা, সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ। ফলে লুঠের উদ্দেশ্যে খুন কিনা, খতিয়ে দেখা হচ্ছে