এসএসসির পর, দু’হাজার চোদ্দ সালের প্রাইমারি টেটেও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলাকারীদের অভিযোগ, আট বছর আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল, তাতে ছিয়াশি জন পরীক্ষার্থী ফেল করেও, চাকরি করছেন!!! নথি নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারীরা। কাল দুপুর দুটোয় এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে। একচল্লিশ মাসের বেতন-বাবদ পাওয়া টাকাও ফেরতের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকালও সিদ্দিক গাজি নামে আরও এক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।