শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, ‘রঞ্জন’-এর রহস্যভেদে এবার সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’, উপেন বিশ্বাস বর্ণিত ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ। ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল হাইকোর্ট, এই রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল, আদালতে দাবি মামলাকারীর আইনজীবীর । ‘প্রয়োজন মনে করলে চন্দন মণ্ডলকে হেফাজতে নিতে পারবে সিবিআই, তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই’, ১৫ জুনের মধ্যে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের।