পড়ুয়াদের ক্ষোভের মুখে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিটি রোড ক্যাম্পাসে বিক্ষোভের জেরে গাড়িতেই বসে রইলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। ঘটনার কথা জানানো হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষায় বিষয় সংখ্যা বাড়ানোর দাবিতে বিক্ষোভে সামিল পড়ুয়ারা।